বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সার্ভিস সপ্তাহ উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর উদ্যোগে ক্লাবের অক্টোবর সার্ভিস সপ্তাহ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুর শহরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বাইতুল আমিন শপথ চত্বর থেকে র‌্যালি শুরু করে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে সমবেত হওয়া বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং উদ্বোধন এবং বেলা দুইটা পর্যন্ত ব্লাড গ্রুপিং, চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান, জরুরি অপারেশনের জন্যে রোগী সাক্তকরণ, ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা ও রিক্সা শ্রমিকদের মধ্যে টাওয়েল বিতরণ। পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন ২০০ লিটার পানি বিশুদ্ধকরণ ক্ষমতাসম্পন্ন ফিল্টার উদ্বোধন, শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে এতিম শিশুদের মধ্যে জ্যাকেট বিতরণ। এরপর সন্ধ্যায় ক্লাবের ৩০তম ইনস্টলেশন প্রোগ্রাম ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সেন্ট্রাল গভর্নর প্রফেসর ড. মোঃ সিরাজুল হক চৌধুরী এমজিএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ফারহানা নাজ শুধা এমজিএফ, লায়ন সাব্বির এম সায়েম, এমডি হারুনুর রশিদ পিএমজিএফ, এমডি তারিকুল ইসলাম ও এমডি জামাল উদ্দিন আহমেদ।

লায়ন সাকি কাউসারের পরিচালনায় এবং লায়ন মোঃ সেলিম আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রেসিডেন্ট কিশোর কুমার সিংহ, সেক্রেটারি আবুল কালাম আজাদ, লিও ক্লাব প্রেসিডেন্ট পারভেজ মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়