প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে অংশগ্রহণ করতে এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
সোমবার ৩ অক্টোবর রাতে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের রাধাগোবিন্দ মন্দিরস্থ দুর্গা পূজামণ্ডপে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘ধর্ম যার যার বাংলাদেশ সবার’। আমাদের নেত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। যা গোটা ভারতবর্ষে সমাদৃত। অর্থাৎ আপনি আপনার ধর্ম নিজ নিজ নিয়মানুযায়ী পালন করবেন। আর আপনাদের উৎসবের আনন্দ ভাগাভাগি আমরা সকলে মিলে করবো। যেমন আজ আমি ও আমরা আপনাদের এখানে পূজার উৎসব ভাগাভাগি করতে এসেছি। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এখানে এসেছি। ধর্ম চর্চায় কেউ কাউকে বাধা দিতে পারবে না। যা আমাদের রাষ্ট্রীয় সংবিধানে বঙ্গবন্ধু লিপিবদ্ধ করেছেন। আমরা সকল ধর্মের অনুসারী, সকলেই ভূমি পুত্র কন্যা। তাই আমাদের সাহস থাকতে হবে। কোনো বেয়াদব আসলে তাদের উচিত শিক্ষা দিয়ে দিবো। যদিও আপনাদের কোনো ভয় নেই; পুলিশ, আনসারসহ সকল আইনশৃখলা বাহিনী এ বছর কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়া আমাদের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাতো রয়েছেই। দুর্গাদেবী ধরায় এসেছেন অসুর বিনাশে। আজ যারা মন্দিরসহ ধর্মস্থানে হামলা চালানোর চেষ্টা করছেন, যারা আমাদের দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চান তারাই অসুর। তারা আসুরিক শক্তি দিয়ে ধর্মের ওপর আঘাত আনতে চেষ্টা করছে। কিন্তু আমরা ও আপনারা সকলেই সজাগ রয়েছি। আমরা সেই অসুর শক্তিকে বিনাশ করবোই।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, আওয়ামীলীগ নেতা খাজে আহমদ মজুমদার, জি এম হাসান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন প্রমুখ।