প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপি হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলা ও হত্যা, আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. রহিম পাটওয়ারী ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু।
উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলালের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক এম. এ. নাফের শাহ, পৌর সহ-সভাপতি হাজী মিজানুর রহমান, নুরুন্নবী স¤্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক আমিন খান মিন্টু, সাজ্জাদ হোসেন সোহেল, জুলহাস চৌধুরী, মোঃ শহীদুল্লাহ্, সাইফুল ইসলাম টিপু, সদস্য আব্দুল হক মানিক, গিয়াসউদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ, মিঠু হোসেন বাবু, পলাশ, যুবনেতা রোমান প্রমুখ।
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, যুগ্ম আহ্বায়ক ডাঃ জহিরুল ইসলাম, আবু বকর সিদ্দিক সুমন, শাহজালাল রাসেল, হাসান পাটওয়ারী, আনোয়ার খান, পৌর আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল সর্দার প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য দলের আহ্বায়ক ইমান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান তালুকদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।