বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

হাইমচরে বীর মুক্তিযোদ্ধা জয়দল আখনের জানাজায় হাজারো মুসল্লির ঢল
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে হাজারো মুসল্লির উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়দল হোসেন আখনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল ও হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মরহুম বীর মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা ও গার্ড অব অনার শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জয়দল হোসেন আখন দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়