প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২২ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় কচুয়া উপজেলার ১১ কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিয়েছে। এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৬ হাজার ৮ জন পরীক্ষার্থীর মধ্যে গতকাল প্রথমদিনে ৫ হাজার ৯শ’ ২ জন অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ১০৬ জন। এসএসসির ৭টি কেন্দ্রে মোট ৪ হাজার ৩শ’ ৩৪ জন, ভোকেশনালের একটি কেন্দ্রে ২শ’ ১৪ জন এবং দাখিলের ৩টি কেন্দ্রে ১ হাজার ৩শ’ ৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭শ’ ২১, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫শ’ ৯৪, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৭শ’ ২২, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৬শ’ ৩৭, আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৮শ’ ৭৯, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৪১ ও মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ৩শ’ ৪০ জন পরীক্ষার্থী ১ম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫শ’ ৭৫, বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩শ’ ৭২ ও মানোহরপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৪শ’ ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাচার ডিগ্রি কলেজ কেন্দ্রে ২শ’ ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রথমদিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। উপজেলার কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান, সাবেক কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আব্দুল মবিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।