বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার ॥

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট এ স্মারকলিপি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাঁদপুর জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার সুচিত্রা রঞ্জন দাস, পিআইও (চাঁদপুর সদর) রফিকুল ইসলাম, পিআইও (কচুয়া) মোঃ আশেকুর রহমান, পিআইও (মতলব উত্তর) আরঙ্গজেব, পিআইও (ফরিদগঞ্জ) মিলটন দস্তিদার, পিআইও (মতলব দক্ষিণ) রবিউল ইসলাম খান ও পিআইও (শাহরাস্তি) মোঃ সবুজ।

৫ দফা দাবিসমূহ : দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং পদ আপগ্রেডেশন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদে পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়