প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছে। বুধবার হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ সড়কের হক টাওয়ারের মা ডেন্টাল কেয়ার ও তিনটি ফার্মেসিকে নগদ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন রুবেল।
ভোক্তা অধিকার চাঁদপুরের সূত্রে জানা যায়, এদিন দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ কলেজ রোড এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারণে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় পৃথক পৃথকভাবে নগদ মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপও আদায় করা হয়। এর মধ্যে মা ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা, গোল্ডেন মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, নূর ফার্মেসিকে ৪ হাজার টাকা ও স্কয়ার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জরিমানাপ্রাপ্ত সকল ব্যবসায়ীর সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রিসহ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদের সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোঃ নূর হোসেন রুবেল। অভিযানে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ইউনুস মিয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।