বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রবীণ আলেম মাওঃ আমির হোসাইনের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥

বিশিষ্ট প্রবীণ আলেম, ফরিদগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার জামে মসজিদে দীর্ঘ ৫১ বছরের খতিব ও হাইমচর উপজেলার গন্ডামারা আবু বকর সিদ্দিকী ফাযিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওঃ মোঃ আমির হোসাইন (৮৩) আর বেঁচে নেই। তিনি চাঁদপুর আল মানার হাসপাতালে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

মরহুমের জানাজা ১৪ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর ফরিদগঞ্জ রামপুর চৌমুহনী বাজার (বিশকাটালী) ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মেঝ ছেলে ও ওছমানিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মোঃ নাজমুস শাহাদাত।

জানাজার পূর্বে মরহুমের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আওলাদে রাসুল হযরত মাওলানা আনোয়ার হোসেন তাহেরী জাবেরী আল মাদানী (হায়দরগঞ্জ), মদনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ মাওঃ আবুল হাসান মোঃ ছাইফুল্লাহ, রামপুর বাজার দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মজিবুর রহমান, গন্ডামারা আবু বকর সিদ্দিকী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবদুর রহমান হামিদী, আলগী বাজার আলিম মাদ্রাসার মাওঃ মোঃ জিল্লুর রহমান ফারুকী, চৌমুহনী বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী মাওঃ মোঃ আহমদ উল্লাহ, ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, মরহুমের ছাত্র একেএম ফজলুর রহমান, মরহুমের ছাত্র ও কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন প্রমুখ।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৬ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবর শুনে আত্মীয়- স্বজনসহ বহু ছাত্র তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় জমাতে দেখা গেছে। সহস্রাধিক আলেমের অংশগ্রহণসহ হাজার হাজার মুসল্লি জানাজায় অংশ নেন।

মরহুমের জানাজা শেষে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের ছিদ্দিক আলী ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন মরহুমের ছাত্র কালেক্টরেট জামে মসজিদের খতিব ও মান্দারী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ মোঃ মোশাররফ হোসাইন।

মাওঃ মোঃ আমির হোসাইন ফরিদগঞ্জ রামপুর বাজার দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসার ছাত্র ছিলেন এবং তিনি ওই মাদ্রাসায় উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হর্ণি দুর্গাপুর আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক ছিলেন। চৌমুহনী বাজার জামে মসজিদ দীর্ঘ ৫১ বছর খতিবের দায়িত্ব পালন করেন। তিনি হাজারো ছাত্রের ওস্তাদ ছিলেন।

উল্লেখ্য, মরহুম মাওঃ মোঃ আমির হোসাইন চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের মদনা দরবার শরীফের পীরে কামেল মাওঃ মোখতার আহমদ (রহঃ)-এর বড় জামাতা ছিলেন।

মরহুমের ১ম ছেলে মোঃ রেদওয়ান, ২য় ছেলে মাওঃ মোঃ নাজমুস শাহাদাত আরবি প্রভাষক ওছমানিয়া ফাযিল মাদ্রাসা, ৩য় ছেলে মাওঃ মোঃ আনোয়ার হোসাইন উপাধ্যক্ষ ফরিদগঞ্জ কাছিয়ারা মহিলা মাদ্রাসা, ৪র্থ ছেলে ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন পিজি হাসপাতাল ঢাকা, ৫ম ছেলে মাওঃ মোঃ আলাউদ্দিন প্রভাষক ঢাকা মিরপুর পুলিশ লাইন সিটি কলেজ, ৬ষ্ঠ ছেলে মাওঃ মোঃ ছালাহ উদ্দিন আরবি প্রভাষক গন্ডামারা ফাযিল মাদ্রাসায় কর্মরত রয়েছেন।

ছারছীনা পীর ছাহেবের শোক

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাঃজিঃআঃ) চাঁদপুরের বিশিষ্ট আলেম মাওলানা মোঃ আমির হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জমইয়াতে হিযবুল্লাহর শোক

জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান এক শোক বার্তায় বলেন, মরহুম মাওলানা মোঃ আমির হোসাইন একজন তরীকতপন্থী আলেম ছিলেন। তিনি জীবদ্দশায় নিয়মিত সুন্নতে নববীর অনুসরণে ছারছীনার পীর ছাহেব কেবলার অনুসৃত পথে জীবন-যাপন করতে চেষ্টা করেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়