প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘শুদ্ধাচার : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর রোববার কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপ্রধানে এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক আল-আমিনের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবং কলেজের শুদ্ধাচার কমিটির টিমলিডার ড. মোঃ মাসুদ হোসেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদ সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলম চৌধুরী, কলেজ এপিএ টিমের ফোকাল পয়েন্ট ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক প্রমুখ। মূল প্রবন্ধে শুদ্ধাচার কী, কেনো এবং শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধাচার চর্চা, সহশিক্ষা কার্যক্রমের দ্বারা কীভাবে শিক্ষাঙ্গনে শুদ্ধাচারকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চা করা যায়, তা তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশলে শুদ্ধাচার হচ্ছে, নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ এবং সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, প্রথা ও নীতির প্রতি আনুগত্য; ব্যক্তি পর্যায়ে এর অর্থ হচ্ছে কর্তব্যনিষ্ঠা ও সততা; প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার হচ্ছে প্রাতিষ্ঠানিক নীতি, ব্যবস্থা ও কার্যপদ্ধতির যথাযথ অনুশীলন, ব্যক্তির সমষ্টিতেই প্রতিষ্ঠান সৃষ্টি; প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার প্রতিষ্ঠায় ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার অনুশীলন গুরুত্বপূর্ণ এবং সমন্বিত আকারে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার অনুশীলনও জরুরি।
তিনি বলেন, ব্যক্তি জীবনে আমরা যতো বেশি শুদ্ধাচার চর্চা করবো, ততো বাড়বে আমাদের নৈতিক শক্তি। ব্যক্তি থেকে যা ছড়িয়ে পড়বে জাতি পর্যায়ে। আর নৈতিকতার এই চর্চাই আমাদের পৌঁছে দেবে মানবিক মহাসমাজ গড়ার পথে।
তিনি আরো বলেন, তরুণ সমাজকে শুদ্ধাচারী করে গড়ে তুলতে শিক্ষাঙ্গন ও শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। আসলে হাজার হাজার বছর ধরে এ দেশে নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষাঙ্গনগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কালে কালে আমরা পরিবার ও শিক্ষালয় হতে শিখেছি শুদ্ধ মানুষ হতে করণীয় বর্জনীয়ের ব্যাপারে। তিনি শিক্ষার্থীদেরকে শুদ্ধাচার চর্চা ও ধারণ করার আহবান জানান।
উক্ত সেমিনারে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।