প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
২৭ বছরের রাজনৈতিক জীবনে আব্দুল মতিনের সুখের চেয়ে কষ্টেই কেটেছে বেশি। ফরিদগঞ্জ বিএনপির আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা তিনি পালন করেছেন। বিভীষিকাময় সেই সময়গুলোতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একই কারণে কষ্ট করতে হয়েছে সীমাহীন। আন্দোলনের দিনগুলোতে বাড়িতে ঘুমাতে পারেননি। একদিকে আন্দোলনকে চাঙ্গা রাখতে হয়েছে, অন্যদিকে গ্রেফতার আতঙ্কে কাটিয়েছেন সময়। এতো প্রতিকূলতায়ও তাকে দমিয়ে রাখা যায়নি। দলও তাকে দিয়েছে প্রতিদান। তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সফলতার সাথে। বর্তমানে তিনি উপজেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তৃণমূল নেতা-কর্মীদের মাঝে আব্দুল মতিন একটি জনপ্রিয় মুখ।
আব্দুল মতিন পেশায় একজন ব্যবসায়ী। দৈনিক চাঁদপুর কণ্ঠের ‘রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলাপচারিতায় মোঃ আব্দুল মতিনের ভাবনা নিচে তুলে ধরা হলো।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন কিসের নিরিখে হয়? এ জন্যে কী কী করতে হয়?
মোঃ আব্দুল মতিন : মূলত দলের আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করে তাদেরই মনোনয়ন দেয়া হয়।
চাঁদপুর কণ্ঠ : স্থানীয় পর্যায়ে নিজ দলে অভ্যন্তরীণ কোন্দল কী কী কারণে হয় বলে আপনার ধারণা?
মোঃ আব্দুল মতিন : মূলত পদণ্ডপদবীর জন্যে এসব হয়ে থাকে। আখেরী সবাই এক জায়গায়। শেষ পর্যন্ত সবাইকে প্রতীকের কাছে ফিরে আসতে হয়।
চাঁদপুর কণ্ঠ : এ কোন্দল নিরসনে জেলা পর্যায় বা কেন্দ্রীয় পর্যায়ের নেতার সাংগঠনিক ব্যবস্থাগ্রহণের হুঙ্কার সাধারণত দ্রুত উচ্চারিত হয় না। এটার কারণ কী?
মোঃ আব্দুল মতিন : কেন্দ্রীয় নেতারা আপ্রাণ চেষ্টা করতেছে গ্রুপিং দমন করে দলকে ঐক্যবদ্ধ রাখতে।
চাঁদপুর কণ্ঠ : দলের তৃণমূলের বর্ধিত সভায় কিংবা সাধারণ বর্ধিত সভায় খোলামেলা অনেক কথা হয়। অনেক তিক্ত সত্য কথা উচ্চারিত হয়। এগুলো কি আদৌ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়?
মোঃ আব্দুল মতিন : আগে না হলেও বর্তমান সময়ে তৃণমূলের মতামতকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মূল্যায়ন করছেন।
চাঁদপুর কণ্ঠ : রাজনীতিতে আদর্শের চর্চা ও দলীয় গঠনতন্ত্র যথাযথভাবে মেনে চলার গুরুত্ব কতোটুকু?
মোঃ আব্দুল মতিন : বিএনপিতে গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালিত হচ্ছে। বর্তমানে দলের মূল লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ রেখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারকে বাধ্য করা। আর দল সেদিকেই অগ্রসর হচ্ছে।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি মনে করেন আপনার দলে উক্ত চর্চা মেনে চলার কাজটা যথাযথভাবে হচ্ছে?
মোঃ আব্দুল মতিন : অবশ্যই হচ্ছে।