শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০০:০০

বাবুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক আহত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের বাবুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল ২৪-এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন এবং দৈনিক চাঁদপুর দর্পণ-এর মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ। গতকাল ২০ জুলাই বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে আবুল কালাম আজাদ ও আল ইমরান শোভন মতলব থেকে মোটরসাইকেলযোগে বাবুরহাট হয়ে চাঁদপুর ফিরছিলেন। এ সময় অপরদিক থেকে আসা ট্রাকের ধাক্কায় তারা দুজন সড়কে পড়ে যান। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

চাঁদপুর সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে এই দুই সাংবাদিক আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা নেন। এ সময় সাংবাদিক আজাদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আল-ইমরান শোভনের পায়ে প্লাস্টার করতে হয়েছে। তবে দু’জনেই শঙ্কামুক্ত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়