প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গত কদিনে বেড়েছে ইলিশের আমদানি। তবে এসব ইলিশ এখানকার নয়। উপকূলীয় এলাকা হাতিয়া ও ভোলা থেকে ইলিশগুলো আহরিত। সেখান থেকে আড়তে বিক্রির জন্য দুই কেজি ওজনের চেয়ে বড় আকারের ইলিশও চাঁদপুরে আনা হয়েছে। হাজী মালেক খন্দকারের মৎস্য আড়তে ৬ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৩টি রাজা ইলিশ বিক্রি হয়েছে ৫৫ হাজার টাকা মণ দরে। চেয়ারম্যান হযরত আলী বেপারীর আড়তেও বড় সাইজের ইলিশ বিক্রি হয়েছে বেশ।
অন্যদিকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ভরা মওসুমে ইলিশের তেমন দেখা পাওয়া যাচ্ছে না। তবে জুলাই মাসের প্রথম থেকে বড়স্টেশন মাছঘাটে হাতিয়া ও ভোলার ইলিশ আমদানি হয়েছে প্রচুর। গফুর জমাদার, বাবুল হাজী, মালেক খন্দকার-এই তিন আড়তে সবচেয়ে বেশি নামার ইলিশ আমদানি হয়েছে বলে পাইকারি ইলিশ ক্রেতাগণ জানিয়েছেন। অন্যান্য আড়তেও কমণ্ডবেশি ইলিশ বিক্রি হচ্ছে।
জেলেরা জানান, এখন ইলিশের ভরা মৌসুম। কিন্তু চাঁদপুরের নদীতে তেমন ইলিশ ধরা পড়ছে না। মাছঘাটে নামার ইলিশই বেশি।