সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে শিক্ষার্থী হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে সিআইপি বাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত আব্দুল আজিজ মিজি, অলিউল্যা মিজি, সুমন, শাহীন মিজি, আব্দুল কাদের মিজি, কবির আহমেদ, বাবুল বেপারী, করিম বেপারী, সামাদ বেপারী, রিয়াদ, মনির, সাকিলসহ অন্যরা জানান, মোঃ সোহাগ চট্টগ্রাম ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী এবং গুপ্টি পূর্ব ইউনিয়নের নারিকেলতলা এলাকার মোঃ সেলিম খানের ছেলে। ইব্রাহিম খলিল বাবুল, ইসমাইল হোসেন জয় একই বাড়ির বাসিন্দা। তাদের সাথে দীর্ঘদিন জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে গত ১১ মে বিকেলে বহিরাগত সন্ত্রাসীসহ উল্লেখিতরা সোহাগকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর আহত করে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাবুল গংয়ের বিরুদ্ধে ওইদিন রাতেই আব্দুর রহমান উল্যাহ বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের অগ্রগতি না দেখে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এদিকে ঘটনার ব্যাপারে মুঠোফোনে ইসমাইল হোসেন জয় জানান, তাদের সাথে জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এই ঘটনায় মারামারি হয়েছে সত্য। কিন্তু তারা অস্ত্রসহ তাদের উপর হামলা করে। তার ভিডিও ফুটেজ রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়