প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় এবং তাদের পরিবেশনকৃত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।
১০ জুলাই ঈদের দিন এ আয়োজন হয়। এ সময় জেলা প্রশাসক শিশুদের ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার উপদেশ দেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, রাত-দিন, সুখণ্ডদুঃখ, হাসি-কান্না, সুস্থতাণ্ডঅসুস্থতা নিয়েই মানুষের জীবন। কখনোই হতাশ হওয়া যাবে না। তিনি শিশু পরিবারের শিশুরা চাঁদপুরের সকল জায়গায় নেতৃত্ব দিবে এ আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক শিশুদের জন্যে আইসক্রিম নিয়ে আসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল শিশুদের ঈদের সালামি দেন।
শিশুদের জন্যে হাঁড়িভাঙ্গা, বল নিক্ষেপ, পিলো পাসিং, কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেল সুপার গোলাম দস্তগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল ইসলাম এবং সরকারি শিশু পরিবার, চাঁদপুরের তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।