প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২-এর ফাইনাল খেলা কাল ১৯ জুলাই চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবারের লীগে ফাইনালে লড়বে চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টারের সাথে পুরাণবাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাব।
১৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রকে ২৭ রানে হারায় চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার সবগুলো উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলে। জবাবে স্থানীয় আবাহনী ক্রীড়া চক্র ৪৭ ওভারে ১৭১ রান করে অলআউট হয়ে যায়।
ব্যক্তিগত ৮৬ রান করায় এবং ১০ ওভার বোলিং করে ৩ উইকেট পাওয়ায় ক্রিকেট কোচিং সেন্টারের রাফি ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
১৬ জুলাই অনুষ্ঠিত প্রথম সেমিতে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে ভাই ভাই ক্লাব। জেলা ক্রিকেট লীগের এবারের আসরে ১০টি দল অংশ নেয়। চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২-এর পৃষ্ঠপোষকতা করছেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।