প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডস্থ মির্জাপুর বড়পোলের কাছে ট্রেনের ধাক্কায় বাকি বিল্লাহ বাক্কু ছৈয়াল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৩ জুলাই বুধবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় দশটার সময় মির্জাপুর এলাকা অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহত বাকি উল্লাহ ওই এলাকার ছৈয়াল বাড়ির মৃত রশিদ ছৈয়ালের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ উল্যাহ বাহার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।