প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে রুহুল (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ জুলাই ঈদের দিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই পুলিশ বৃদ্ধকে গ্রেফতার করে। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের শাকছিপাড়া গ্রামের। অভিযুক্ত রুহুল আমিন (৫৫) স্থানীয় মজুমদার বাড়ির বাসিন্দা। আর শিশুটি অভিযুক্ত বৃদ্ধের প্রতিবেশী।
পুলিশ জানায়, প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির মা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই সূত্রে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
স্থানীয় শাকছিপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, ঘটনার দিন সকালে মেয়েটির মা মেয়েটিকে আমার কাছে নিয়ে আসে। আমি ঘটনা শুনে তাদেরকে সরাসরি আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষাসহ গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।