প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল পৌরবাসীসহ জেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম উম্মাহর বছরে দুটি বৃহৎ ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা একটি। জিলহজ মাসের ১০ তারিখ পশু কোরবানির স্মৃতিবিজড়িত এই ধর্মীয় উৎসবটি মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যবহ। এর আগের দিন রয়েছে পবিত্র হজ।
মেয়র তাঁর পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি আমাদের ওপর অনেক বিধিনিষেধ আবশ্যকীয় করে দিয়েছে। সে সব মেনেই আমাদের ঈদ আনন্দ উদ্যাপন করতে হবে। আর যত্রতত্র পশু কোরবানি দেয়া যাবে না, বর্জ্যও যেখানে-সেখানে ফেলা যাবে না। মনে রাখতে হবে, এই শহর সবার। তাই এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও সকলের দায়িত্ব। সর্বোপরি আমরা যেনো কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করে সে হিসেবে নিজের জীবনকে গড়ি। সকলকে ঈদ মোবারক।