সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০

ঈদ নির্বিঘ্ন করতে পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা
মিজানুর রহমান ॥

গতকাল ৭ জুলাই বৃহস্পতিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদপুরবাসীর ঈদ নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের বিশেষ নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।

সভায় সভাপ্রধানের বক্তব্যে পুলিশ সুপার বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে পরিবারের সাথে ঈদ করার জন্যে বহু মানুষ চাঁদপুর আসবে। চাঁদপুরবাসীর সেবায় সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। থানা, ডিবি, ডিএসবি ও ট্রাফিক প্রত্যেকটি ইউনিট নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর থাকবেন। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করতে হবে। যেনো সাধারণ জনগণ আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সমস্যা পুলিশের নিকট সহজে ব্যক্ত করতে পারে।

তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুর হাট, শপিং মল, ব্যাংক ও আর্থিক লেনদেন প্রতিষ্ঠান, বাস, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, ঈদ জামাত এবং বিনোদন কেন্দ্রকেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও আন্তঃজেলা মহাসড়ক সংযোগস্থলে থানার টহল টিম ও ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধির জন্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। ডিবির পেট্রোলিং ডিউটি বৃদ্ধি ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শতভাগ অবগত হওয়ার জন্যে ডিএসবিকে গোপনীয় নজরদারি বৃদ্ধির দিকে কড়া নির্দেশ দেয়া হয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ সুপার সভায় বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম চাঁদপুর (মোবাইল ফোন : ০১৩২০-১১৬৮৯৮)-এর সাথে যোগাযোগ করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়