সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০

অসুস্থ মানুষের পাশে থেকে শেখ হাসিনার সরকার দৃষ্টান্ত স্থাপন করছে
মেহেদী হাসান ॥

কচুয়ায় সমাজসেবা অধিদপ্তর ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইজ্ড ও জন্মগত হৃদরোগ আক্রান্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর সভাপ্রধানে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, বাংলাদেশ আজকে একটা মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে আছে। যেটা আমাদের জন্যে অনেক গর্বের বিষয়। অসহায় মানুষের পাশে সরকার সব সময় আছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজসেবা দপ্তরের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। অসুস্থ মানুষের পাশে থেকে শেখ হাসিনার সরকার দৃষ্টান্ত স্থাপন করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ রোগাক্রান্ত অসহায়দের আর্থিক সহায়তা দিয়ে আসছে। তবে যারা এই আর্থিক অনুদানের আওতায় এখনও আসেননি তাদেরকেও পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, মহিলা ভাইস চেয়্যারম্যান সুলতানা খানম, কচুয়া থানার অফিসার ইনজচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক রত্না, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৯ জন রোগীকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা এবং উপজেলাধীন বেসরকারি এতিমখানাসমূহে ২০২১-২০২২ অর্থবছরের দ্বিতীয় কিস্তিতে ক্যাপিটেশ গ্রান্টের ৪২ লাখ ছিয়ানব্বই হাজার টাকা, ১৩টি এতিমখানায় এবং উপজেলা সমাজ কল্যাণ কমিটির নগদ ৪১ হাজার টাকা আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়