সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০

এবারও হজের খুতবা বাংলায় শোনা যাবে
অনলাইন ডেস্ক

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের দিন। ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেওয়া হয়। আরবি ভাষায় দেয়া হয় হজের খুতবা। এবারও বাংলা ভাষায় হজের খুতবা শোনা যাবে। বাংলা ছাড়া আরও ১৩টি ভাষায় হজের খুতবা শোনা যাবে। গত বছর ১০টি ভাষায় খুতবা শোনা গিয়েছিল। বাংলায় হজের খুতবা শোনা যাবে এই ওয়েবসাইটে (https://manaratalharamain.gov.sa)।

বাংলা ছাড়া অন্য যেসব ভাষায় হজের খুতবা সম্প্রচার করা হবে, সেগুলো হলো ইংরেজি, ফরাসি, তুর্কি, মালয়, চীনা, উর্দু, ফারসি, রুশ ও হাউসা। এবার তালিকায় নতুন করে যুক্ত হওয়া চার ভাষা হচ্ছে স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেয়া হয়। আরাফাতের ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

এ বছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন দুজন। তাঁরা হলেন মোহাম্মদ শোয়াইব রশীদ ও তাঁর সহকারী খলিলুর রহমান। শোয়াইবের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। শোয়াইব রশীদ মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হাদিসের ওপর পিএইচডি করছেন। তিনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের শিক্ষক। এ ছাড়া তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব। তাঁর স্ত্রীও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ব্যক্তিগত জীবনে শোয়াইব তিন মেয়ে ও এক ছেলের বাবা। খলিলুর রহমান মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে পিএইচডি করেছেন।

ই-গাইড

সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় ১৪টি ভাষায় হজের ই-গাইড প্রকাশ করেছে। এসব ভাষা হচ্ছে আরবি, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, তুর্কি, রুশ, ফারসি, উর্দু, বাংলা, বাহাসা ইন্দোনেশিয়া, মালয়, হাউসা, আমহারিক ও সিংহলি।

হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়ের ই-গাইড কীভাবে কাজ করে, তা ব্যাখ্যা করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। গাইডবিষয়ক ওয়েবসাইটে (guide.haj.gov.sa) ভাষা নির্বাচন করতে হবে। চাইলে বিষয়গুলো দেখা যাবে বা অডিও শোনা যাবে। প্রয়োজনে ডাউনলোড করা যাবে। ‘আইওএস’ ও ‘অ্যানড্রয়েড’ যেকোনো মুঠোফোন থেকে ই-গাইড ব্যবহার করা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়