প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০০:০০
দেশের যুবা নারীদের নিয়ে গড়া প্রথম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের আজ ৬ জুলাই ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চাঁদপুর জেলা যুব মহিলা লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ ৬ জুলাই সকাল ৮ টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
বিকেল ৩টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হবে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সকল কর্মসূচি সফল করার জন্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ ও সাধারণ সম্পাদিকা ফারহানা জাফর রুমা।