সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০

ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
রেদওয়ান আহমেদ জাকির ॥

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনের আগে একটা গোষ্ঠী এখন থেকেই সক্রিয় হয়ে ওঠেছে। দেশে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও দূরদর্শিতায় নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। আমার বিশ্বাস তাঁর নেতৃত্বে দেশ ২০৪১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

৪ জুলাই সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার বেকারদের প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করেছে। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও মেয়র আওলাদ হোসেন লিটন।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রমুখ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ৩২টি সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ২৭ জন হতদরিদ্র মানুষের মাঝে ৫ থেকে ৩৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ১০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়