সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুরে দুদকের সমন্বিত কার্যালয় উদ্বোধন
মিজানুর রহমান ॥

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ৩ জুলাই রোববার সকালে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকার চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের রশীদ ভবনে এ কার্যালয় উদ্বোধন করেন দুদক প্রধান কার্যালয়ের মহাপরিচালক (মানি লন্ডারিং) মাহমুদুল হোসাইন খান। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আখন্দ, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মোঃ শেখ সাদী।

স্বাগত বক্তব্য রাখেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহম্মদ হাসান। আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সভা পরিচালনা করেন দুদক চাঁদপুরের সহকারী পরিচালক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দুদকের মহাপরিচালক (মানি লন্ডারিং) মাহমুদুল হোসাইন খান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সকে সামনে রেখে সারা বাংলাদেশে একযোগে সমন্বিত কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে এ উদ্যোগ বড় ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেই শুদ্ধ হই, তাহলেই আমরা সুন্দর দেশ গড়তে পারবো। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। আমরা যেন এই জেলাকে দুর্নীতিমুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে পারি সেভাবেই কাজ করার প্রত্যাশা করছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১০৬ ডায়াল করে আপনারা সুনির্দিষ্ট তথ্য দিবেন, ঘুষের বিরুদ্ধে সতর্ক হোন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা যদি উন্নয়নশীল দেশে পৌঁছতে চাই, তাহলে দুর্নীতিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। তিনি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, আমাদের অফিস থেকে এ কার্যক্রম শুরু করতে হবে। আমরা যদি নিজের কাজটুকু সঠিকভাবে করতে পারি তাহলে জনগণ সন্তুষ্ট হবে।

উল্লেখ্য, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা মিলে এ সমন্বিত কার্যালয়টি চালু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরসহ দেশের ১২ জেলায় এদিন নতুন কার্যালয় উদ্বোধন করলো দুদক।

এর ফলে দেশের ৩৬ জেলায় পৌঁছে গেলো দুদকের কার্যক্রম। চলমান ২৪টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হলো চাঁদপুরসহ নতুন এই ১২টি সমন্বিত জেলা কার্যালয়। যেসব জেলায় এমন কার্যালয় হয়েছে, সেগুলো হচ্ছে : চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা), ঠাকুরগাঁ(ঠাকুরগাঁ ও পঞ্চগড়) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়