সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জুন ২০২২, ০০:০০

সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রকল্পের সেচ পাম্প উদ্বোধন ও মাঠ দিবস

কৃষিবান্ধব সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

কৃষিবান্ধব সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ ব্যুরো ॥

সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির পাইলট প্রকল্পের আওতায় সেচ পাম্প উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেলে সেচ পাম্পের উদ্বোধন শেষে ফরিদগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদের সভাপ্রধানে বক্তব্য রাখেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

তিনি বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। এজন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রকল্প তৈরি করছেন। যাতে কৃষকরা কম খরচে তাদের ফসল উৎপাদন করতে পারেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু কৃষদের জন্যে যেভাবে কাজ করেছেন, তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। সারে ভর্র্তুকি প্রদান করছেন, কৃষকবান্ধব এই সরকার সর্বশেষ কৃষকদের সেচের ক্ষেত্রে পানি সরবরাহে খরচ কমাতে সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির পাইলট প্রকল্প হাতে নিয়েছেন। আমরা ফরিদগঞ্জবাসী ভাগ্যবান। আমরা এ প্রকল্পে অর্ন্তভুক্ত। সেই হিসেবে ভাটিরগাঁওয়ে সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির পাম্প বসেছে। এখন থেকে এটি আপনাদের সম্পদ হিসেবে থাকবে। এটি ব্যবহারের ফলে ভাটিরগাঁওসহ পৌর এলাকার ৬টি গ্রামে সেচের পানি সরবরাহ হবে। কৃষিবান্ধব সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ ওসমান গণি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলাম, ইসমাইল হোসেন রুবেল, নাজিমউদ্দীন, মজনুন বাহার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়