সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০

অ্যাডঃ মজুমদার একেএম ফারুকের জানাজা ও দাফন সম্পন্ন

অ্যাডঃ মজুমদার একেএম ফারুকের জানাজা ও দাফন সম্পন্ন
আদালত প্রতিবেদক ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ মজুমদার একেএম ফারুকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৭ জুন সোমবার সকাল ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠ সংলগ্ন চিশতিয়া মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা মুফতি মাহবুবুর রহমান। জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক রোটাঃ তমাল কুমার ঘোষ ও মরহুমের শ্যালক চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

জানাজায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধসহ স্থানীয় মুসল্লিগণ।

অ্যাডঃ মজুমদার একেএম ফারুক রোববার সন্ধ্যা ৭টায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে...রাজিউন)। আইনজীবীদের সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর।

উল্লেখ্য, অ্যাডঃ মজুমদার একেএম ফারুক দীর্ঘদীন চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইন পেশায় বেশ সুনাম ও দক্ষতার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৮০ সালের ১৭ নভেম্বর যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। তার বাবার নাম মরহুম মোঃ ইসহাক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়