রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির প্রথম কেন্দ্রীয় সম্মেলন ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হল কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আমানুল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান সমন্বয়কারী কাজী আঃ কাঃ ফজলুল হক। বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সভাপতি মনোয়ারা বেগম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল ওয়াদুদ (ভোলা), মঞ্জুর হোসেন খাজা (রংপুর), বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম (গাজীপুর), শাহিদা আক্তার (কুমিল্লা), বীর মুক্তিযোদ্ধা শেখ গোলাম মোস্তফা (চাঁদপুর), বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (কুমিল্লা), মোঃ আবুল কাশেম (গাইবান্ধা) প্রমুখ।

সভায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসারকে সভাপতি, ঢাকা মহানগরীর ডেমরা থানার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম. এ. ছিদ্দিক মিয়াকে সাধারণ সম্পাদক, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেমকে সিনিয়র সহ-সভাপতি এবং লক্ষীপুর জেলার মোশাররফ হোসেন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়