রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০

আমি ইউনিয়নের সকল মানুষের এটা মনে করেই কাজ করার চেষ্টা করেছি
মোহাম্মদ আরিফ বিল্লাহ ॥

জনগণের প্রত্যক্ষ ভোটে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আমি গত পাঁচ বছর খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আমানত রক্ষায় চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করতে। কতোটুকু সফল হয়েছি তা মূল্যায়ন করবে ইউনিয়নের জনগণ। আমি ইউনিয়নের সকল মানুষের এটা মনে করেই কাজ করার চেষ্টা করেছি। দৈনিক চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন (রিপন মীর)। তিনি আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

দেশে এ পর্যন্ত অষ্টম ধাপের স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ নির্বাচন জমজমাটভাবে সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নবম ধাপে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে প্রার্থীরা জনগণের কাতারে শামিল হয়ে নিজেদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য প্রার্থীর মধ্যে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন (রিপন মীর) চেয়ারম্যান পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। একান্ত সাক্ষাৎকারে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার প্রধান লক্ষ্যই ছিল ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা করা, উন্নত নাগরিক সেবার মান নিশ্চিত করা, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন সাধন করা, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করা। এই কাজের চলমান গতি অব্যাহত রাখতেই পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তিনি আরও বলেন, আমি সব সময় দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়