প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার মহানবী (সাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, চাঁদপুর জেলা শাখা। গতকাল ১২ জুন রোববার বাদ আছর শহরের বাইতুল আমিন মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্ব মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি আল্লামা নাজমুল হক আখন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতা-কর্মী ও ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা বাইতুল আমিন মসজিদ চত্বরে জড়ো হতে থাকে।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে আল্লামা নাজমুল হক আখন্দ বলেন, আমাদের মহানবী (সাঃ) পৃথিবীতে রহমতস্বরূপ আবির্ভূত হয়েছেন। যার সৃষ্টি না হলে পৃথিবীর কুল-কায়েনাত কিছুই সৃষ্টি হতো না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির জন্য অনুকরণীয়। স্বয়ং আল্লাহ পাক ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’। অতএব রাসূলের ইজ্জত সম্মানের উপর আঘাত করে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না।
তিনি আরো বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র যেই উদ্ধত আচরণ দেখিয়েছে, তাতে পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। অবিলম্বে চলতি সংসদ অধিবেশনে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। সারা বিশে^ ভারতের পণ্য বয়কট শুরু হয়েছে। এদেশের মানুষকে ভারতের পণ্য বর্জনের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ চান্দ্রা দরবার শরীফের গদ্দিনিশিন পীর আল্লামা ড. হুজ্জাতুল্লা নকশেবন্দী, বাগাদী দরবার শরীফের পীর আল্লামা মাহফুজ উল্লাহ, গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা মোঃ জুবায়ের, জেলা কমিটির সহ-সেক্রেটারী মাওঃ মাসুদ হোসাইন, মাওলানা আনিসুর রহমান, সদর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান ও পৌর কমিটির সভাপতি জহিরুল ইসলাম নয়ন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি কেফায়াতুল্লাহ, জাকির হোসেন মিয়াজী, অধ্যক্ষ আনম মুহিব উল্লাহ, মাস্টার দেলোয়ার, ইসমাইল হোসেন, অ্যাডঃ মাকসুদ প্রমুখ।
সঞ্চালনা করেন মুফতি আবুল হাসেম মিয়াজী। মানববন্ধন শেষে শপথ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের মুক্তিযোদ্ধা সড়ক হয়ে মহিলা কলেজ রোড দিয়ে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।