রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০

আজ জাতীয় পার্টির সম্মেলন
গোলাম মোস্তফা ॥

দীর্ঘ একযুগ পর আজ ১১ জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন। সকাল ১০টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ব্যারিস্টার শামিমুল হায়দার পাটোয়ারী এমপি, লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, আলমগীর শিকদার লোটন, শেরিফা কাদের এমপি, নাজমা আক্তার এমপি প্রমুখ। সভাপতিত্ব করবেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া।

এদিকে গতকাল ১০ জুন শুক্রবার সকালে চাঁদপুর শহরের ষোলঘরস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়ার সভাপ্রধানে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব এমরান হোসেন মিয়া আজকের সম্মেলন সফল করার জন্যে চাঁদপুরবাসীর সহযোগিতা চান। তিনি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় পার্টি নতুন দিগন্তের সূচনা করবে। আগামীতে চাঁদপুরে জাতীয় পার্টিকে একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা হবে। এজন্যে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীকে সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়