প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুর জেলা কওমি সংগঠনের বিক্ষোভ সমাবেশ যেনো জনসমুদ্র
মুসল্লিদের বিক্ষোভে উত্তাল চাঁদপুর ॥ ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে
গতকাল শুক্রবার ইসলামপ্রিয় তৌহিদী জনতার প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ছিল চাঁদপুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পুতপবিত্র স্ত্রীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে মুসল্লিরা। প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়, ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর।
|আরো খবর
ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চাঁদপুর জেলা কওমি সংগঠন। গতকাল শুক্রবার বাদ জুম’আ শহরের শপথ চত্বর তথা বাইতুল আমিন মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের ইসলামপ্রিয় তৌহিদী জনতার উপস্থিতিতে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।
জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে এসে জমায়েত হন শপথ চত্বর এলাকায়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হয় শহর। অনেকেই চোখের পানি মুছতে থাকেন। রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ কামনা করেন।
সংগঠনের সদস্য মুফতি নূরে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওঃ লিয়াকত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, আলহাজ¦ এস.এম. আন্ওয়ারুল করিম, হাফেজ মোঃ ওবায়েদুল্লাহ, মাওঃ তোফায়েল আহমেদ, ফারুক মোঃ নোয়াঈম, মোঃ আবুল কালাম আজাদসহ অনেকে।
বক্তারা বলেন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে কটুক্তি করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় খোদায়ী গজবসহ মুসলিম উম্মাহর প্রতিরোধের কঠিন পরিণতি ভারত সরকারকে ভোগ করতে হবে।