প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুন বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, চাঁদপুর জেলায় এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২৩০ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৫৯৮ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতবছর চাঁদপুর জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অর্জনের হার ছিল ৯৯ ভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এ ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপ্রধানের বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। তিনি বলেন, এবার ১২ থেকে ১৫ জুন চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এটি সফলভাবে সম্পন্ন করতে হলে মিডিয়ার সহযোগিতা খুবই প্রয়োজন। গুজব বিষয়ে তিনি বলেন, এসব জাতীয় কর্মসূচি চলাকালে দেখা যায় যে, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ায়। এসব গুজবে মানুষ বিভ্রান্ত হয়। সাংবাদিকদের অনুরোধ করবো, আপনারা গুজবের বিষয়ে সজাগ থাকবেন। সরকার, জনগণ এবং আমাদের সহযোগিতা করবেন। চরাঞ্চল, বেদেপল্লীসহ প্রত্যন্ত এলাকায় জাতীয় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিকল্পনার তথ্য ভুলে ধরেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, ডিবিসি নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি তালহা জুবায়ের প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধ আলম পলাশসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।