প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০
শাহরাস্তিতে বাড়ির পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শাহরাস্তি উপজেলার মালরা গ্রামের গাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার মালরা গ্রামের গাজী বাড়ির জিয়াউল হকের ছেলে আরিয়ান সকাল ১০টায় সকলের অজান্তেই বাড়ির পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পুকুরে তাকে ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিয়ানের পিতা ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।