রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা

উপজেলা পরিষদ থেকে সকল সেবা নাগরিকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

উপজেলা পরিষদ থেকে সকল সেবা নাগরিকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরের উপজেলা পরিষদের উন্মুুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বাজেট সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ইএলজি প্রকল্পের সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথি বলেন, উপজেলা পরিষদ থেকে সকল সেবা নাগরিকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া হবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা পরিষদের সকল সুবিধা ঘরে ঘরে পৌঁছাবো।

সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মামুনুর রশিদ প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যগণ (মেম্বার) ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়