প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:০০
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত এমরান হোসেন মজুমদার (৪০)-এর দাফন কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে সম্পন্ন হয়েছে। সোমবার রাতে নিহতের মরদেহ তার নিজ গ্রাম সিংআড্ডায় পৌঁছায়। পরদিন মঙ্গলবার সকাল আটটার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাঁর লাশ দাফন করা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলাম জানান, নিহত এমরান হোসেন মজুমদার সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে তিনি মারা যান। ফায়ার লিডার এমরান হোসেন মজমুদারের জানাজার নামাজে এলাকার শত শত লোক অংশ নেয়।
এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলাম, ইউএনও মোঃ মোতাছেম বিল্যাহ, কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাহাতাব মণ্ডল, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমরান হোসেন মজুমদারের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।