প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০
৬৪ বছর ধরে নিয়মিত কর দেন দেশ সেরা করদাতা দেশের সবচেয়ে প্রবীণ ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ কাউছ মিয়া। ১৯৫৮ সালে প্রথম কর দেন তিনি। এরপর আর থামেননি। একদিকে ব্যবসার জন্যে কঠোর পরিশ্রম, অন্যদিকে সরকারের প্রাপ্য কর বুঝিয়ে দেয়া এভাবেই চলে তার ব্যবসায়ী জীবন। প্রতি বছরই ব্যবসায়ী শ্রেণীতে দেশ সেরা করদাতা নির্বাচিত হয়ে আসছেন তিনি। তারকা ব্যবসায়ীদের পেছনে ফেলে কর প্রদানে তাঁর এই সাফল্য।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ৯২ বছর বয়সেও তিনি প্রতিদিন কমপক্ষে ৮/১০ ঘণ্টা অফিস করেন। সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসার খুঁটিনাটি সব তদারক করেন। পুরনো ঢাকার আরমানিটোলার বাসা থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কাউছ মিয়া তার মৌলভীবাজার আগা নবাব দেউরির ব্যবসায়ী অফিসে যান। রাত আটটার দিকে বাসায় ফেরেন। সকালের নাস্তা বাসা থেকে খেয়ে আসলেও দুপুরের খাবার তিনি অফিসে খান। বাসা থেকে তার খাবার দিয়ে যাওয়া হয়। বাইরের খাবার খান না তিনি। কাজের চাপ থাকলে রাত ১২টা পর্যন্ত অফিসে থাকতে হয়।
এতো বছর ধরে কর দিয়ে কী লাভ হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অনেক উন্নতি হয়েছে। জনগণের করের টাকায় সরকার রাস্তা-ঘাট-সেতু করছে। তিনি মনে করেন, তরুণ করদাতাদের উৎসাহ দিলে আরো বেশি করদাতা পাওয়া যাবে। তবে সেজন্যে কর দেয়ার ব্যবস্থা সহজ করতে হবে।
ডাকসাইটে ব্যবসায়ীদের ভিড়ে সারা বছর কাউছ মিয়া আলোচনায় থাকেন না। কিন্তু প্রতি বছর নভেম্বর- ডিসেম্বর মাস এলেই দেশজুড়ে আলোচনায় আসেন চাঁদপুরের কৃতী সন্তান কাউছ মিয়া। কারণ রাজধানী ঢাকার মতিঝিল, গুলশান, বনানী ও বারিধারা অভিজাত এলাকার তারকা ব্যবসায়ীদের পেছনে ফেলে দেশের সেরা করদাতার তালিকায় উঠে আসেন কাউছ মিয়া।
তিনি বলেন, অনেক বয়স হয়েছে। আল্লাহ পাক শারীরিক অবস্থা যাই রেখেছেন, আল্লাহর দরবারে শোকরিয়া। চাঁদপুরসহ দেশবাসীর কাছে দোয়া চাই।