রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার সংবর্ধনা
মানিক পাঠান ॥

বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। লতিফগঞ্জ সিনিয়র মাদ্রাসার পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতি হিসেবে গত শনিবার দুপুরে প্রথম সভা শুরুর প্রাক্কালে এই আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী সাবেক ওই এমপিকে দলীয় শ্লোগানে মুখরিত করে মোটর শোভাযাত্রার মাধ্যমে ফরিদগঞ্জ থেকে উক্ত মাদ্রাসায় নিয়ে যায়। মধ্যাহ্ন ভোজসহ মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যাপক আয়োজন করে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির প্রথম সভায় গভর্নিং বডির সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া উপস্থিত সদস্যদের সাথে পরিচয় পর্ব শেষে তাঁর বক্তব্যে উক্ত মাদ্রাসার শিক্ষার মানসহ সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।

এ সময় উল্লেখযোগ্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, ৬নং গুপ্টি ইউপি চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, ১৫নং রূপসা ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, উপজেলা যুবলীগের নেতা হাজী শফিকুর রহমান, ইরান ভূঁইয়া, রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম সোহাগ, দেলোয়ার হোসেন প্রমুখ।

সভাশেষে দলীয় নেতা-কর্মীদেরকে নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জাকারিয়া চৌধুরীর কবর জেয়ারত করেন সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়