রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০

প্রধানমন্ত্রীকে  হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ
গোলাম মোস্তফা ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও অসৌজন্যমূলক উক্তির প্রতিবাদে চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ জুন শনিবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বাসভবনের নীচে বিক্ষোভ মিছিল পূর্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, সদস্য সচিব শফিকুল ইসলাম, চাঁদপুর জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান খান জাহান আলী কালু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্বনেতাদের একজন। কেউ যদি সেই ১৯৭৫ সাল ভেবে এখনো বসে থাকেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। এখন ২০২২ সাল। বর্তমান আওয়ামী লীগ অনেক সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে এদেশে আর কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নেতৃত্বে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা রাজনৈতিক দল হিসেবে রাজপথে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত। অতএব কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে কাজে আসবে না। যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদেরকে রাজপথেই শক্ত হাতে প্রতিহত করা হবে। বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা এবং অসৌজন্যমূলক উক্তিদাতাকে অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর নেতৃত্বে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের জেএম সেনগুপ্ত রোড, নতুনবাজার মোড় হয়ে হাজী মহসীন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শপথ চত্বর হয়ে আবারো শহরের জেএম সেনগুপ্ত রোড হয়ে পুনরায় শহরের নতুন বাজার কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের নীচে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে কর্মসূচি সফল করায় সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়