প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শনিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনাকে মারার জন্য তারা বহুবার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই, আল্লাহ রক্ষা করেছে, এবারও রক্ষা করবে ইনশাল্লাহ। বিএনপির উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, আপনারা রাজনীতি করেন, কিন্তু কোনো উশৃঙ্খল স্লোগান-আচরণ কোনো অবস্থাতেই আওয়ামী লীগ বরদাস্ত করবে না।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এসব অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ রয়েছি।
তিনি আরো বলেন, চাঁদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। দেশবিরোধী যে কোনো চক্রান্তকারীকে দাঁতভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। বক্তারা সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারীদের কঠোর প্রতিবাদ এবং হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল প্রমুখ।
জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।