প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০
প্রথম আলো ও ডেইলী স্টারের প্রতিনিধি সাংবাদিক আলম পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। এক শোক বার্তায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আলম পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার যেন সেই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি।
উল্লেখ্য, সাংবাদিক আলম পলাশের মা গতকাল বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।