প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
ভাতিজি (১০)কে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচা অহিদ মিয়া (৩৫)কে আটক করেছে পুলিশ। এর আগে গত ৩১ মে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার বাকিলার রাধাসার গ্রামের পাটোয়ারী বাড়ির। অহিদ ওই বাড়ির মজিবুল হকের ছেলে। শিশুটি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য ও রাধাসার গ্রামের বাসিন্দা রবিউল আলম অরুন জানান, মেয়েটির মা আমাকে ফোন দিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তার মেয়েকে অহিদ মিয়া কী সমস্যা করেছে বলে জানিয়েছে। সম্পর্কে মেয়েটি অহিদ মিয়ার ভাতিজি।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, অভিযোগের পরই আমরা শিশুটিকে ডাক্তারী পরীক্ষা করিয়েছি। তদন্তে কিছু সত্যতা পাওয়া গেছে, আরো অধিকতর তদন্ত চলছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।