প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
মেঘনা নদীতে চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার নৌ সীমানা নির্ধারণের পর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িকে বুঝিয়ে দেয়া হয়। সংবাদকর্মীদের উপস্থিতিতে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চর চারআনি মৌজা ও মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ মৌজার সীমানা নির্ধারণ করেন চাঁদপুর জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।
৩ জুন শুক্রবার দুপুরে সীমানা নির্ধারণের পর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে বুঝিয়ে দেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ। ইতোমধ্যে মেঘনা নদীর মাঝখানে দুই জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিমাপ করে সীমানা নির্ধারণে সীমানা বয়া ও লাল নিশানা দিয়েছেন।
মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ মৌজার বালুমহালের সীমানা নির্ধারণ করা হয়। মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, সার্ভেয়ার আবুববর সিদ্দিকসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চর আব্দুল্লাহ বালুমহালের সীমানা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, চর আবদুল্লাহ বালুমহাল মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার ইউনিয়নে অবস্থিত। গত ৩ এপ্রিল ২০২২ তারিখে মুন্সিগঞ্জ সদর উপজেলার কোর্টগাঁও গ্রামের হাজী মোঃ ফারুক ৩৭ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটি থেকে চরটি ইজারা নেন। ৬ এপ্রিল ২০২২ মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ০৫.৩০.৫৯০০.৩০৩.০৪.০০১.১৭-১০২ নং স্মারকে রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ এরশাদ মিয়া স্বাক্ষরিত পত্রে এ ইজারা দেয়া হয়।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুরের সীমানায় কোনো বালুমহাল সরকার ইজারা দেয়নি, তাই মতলব উত্তর উপজেলা সীমানায় কোনো প্রকার বালু উত্তোলনের সুযোগ নেই। যদি কেউ আইন লঙ্ঘন করে মতলব উত্তরের সীমানায় বালু উত্তোলনের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।