রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সড়কের উন্নয়নে বাড়ছে দুর্ঘটনা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার সাথে সাথে বেড়েছে সড়ক দুর্ঘটনা। এর মধ্যে অধিকাংশ দুর্ঘটনা মোটরসাইকেলজনিত কারণে ঘটছে। সড়কে বেপরোয়া গতিতে কিশোরদের মোটরসাইকেল চলাচলের কারণে বেড়েছে এই দুর্ঘটনাগুলো। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভাড়া মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চলাচলের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে।

গত এক মাসে ফরিদগঞ্জ উপজেলায় ঘটা দুর্ঘটনার চিত্রে দেখা যায়, ১ মে চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র নাজমুল হোসেন (১৪) মোটরসাইকেল চালাতে গিয়ে আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ৭ মে উপজেলার লাডুয়া গ্রামে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আমিন দেওয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়। এ সময় আরো ২জন আহত হয়। উপজেলার মদনেরগাঁও গ্রামের বেপারী বাড়ির সামনে বাজারে যাওয়ার পথে আলমগীর মিজির স্ত্রী মোটরসাইকেলের আঘাতে মারাত্মক জখম হন। এ সময় অপ্রাপ্তবয়স্ক এক মোটরসাইকেল চালকও আহত হয়।

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাজী বাড়ির রাস্তায় হাসান বেপারী (১৬) নামে এক মোটরসাইকেল চালক বেপরোয়াভাবে সামনের দিক থেকে এসে চান্দ্রা বাজারের ব্যবসায়ী গনেশ রায় (৭২)কে মারাত্মক জখম করেন। এ সময় তার দুটি পা ভেঙ্গে যায়। চান্দ্রা-গাজীপুর সড়কের মদনেরগাঁও পাটওয়ারী বাড়ি সংলগ্ন স্থানে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলামের মা রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের আঘাতে মারাত্মক আঘাত পান। এ সময় মোটরসাইকেলের চালকও মারাত্মক জখম হন।

২৬ মে চান্দ্রা-গাজীপুর সড়কের খাঁড়খাদিয়ায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী ও এক কিশোর দোকানদারসহ মোট ৩জন আহত হয়। এর মধ্যে আতিক নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। ২৭ মে ১১নং চর দুঃখিয়ার পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ নিজ এলাকায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিহত হন।

দেইচর মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, আমার ছেলেটি কলেজে পড়ে। কিন্তু ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চলাচল করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। দায়ভার কে নেবে? অপ্রাপ্ত বয়স্কদের কাছে মোটরসাইকেল ভাড়া দেয়া কতোটুকু যুক্তিযুক্ত তা খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

সড়ক দুর্ঘটনায় আহত নাজমুল ইসলামের পিতা আলমগীর হোসেন পাটওয়ারী জানান, স্কুল-মাদরাসার অপ্রাপ্ত বয়স্কদের কাছে কোনোভাবেই মোটরসাইকেল তুলে দেয়া ঠিক নয়। প্রশাসনের নজরদারি না থাকায় অতি উৎসাহী হয়ে কিশোররা মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুল-মাদ্রাসা চলাকালীন যাতে কোনো শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে চলাচল করতে না পারে তার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে।

নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস বলেন, উঠতি বয়সের ছেলেরা মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চলাচলের কারণে অহরহ দুর্ঘটনা হচ্ছে। প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি অভিভাবকদের এ বিষয়ে নজর রাখতে হবে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সড়কে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা যাতে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চলাচল না করতে পারে সে ব্যাপারে তদারকি চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়