প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান গতকাল শুক্রবার কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ মসজিদ কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। জুমার খুতবার পূর্বে মুসল্লিদের সাথে পরিচিতিমূলক বক্তব্য রাখেন তিনি। জেলা প্রশাসক তাঁর সংক্ষিপ্ত আলোচনায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সাথে সামাজিক অবক্ষয় রোধে সন্তানদের খোঁজ খবর রাখতে তিনি অভিভাবকদের অনুরোধ জানান। ছবি ও প্রতিবেদন : এএইচএম আহসান উল্লাহ।