প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে ইলিশ ভাজা দিয়ে ভাত খাওয়া ও পদ্মা সেতু দেখা হলো না ৫ বন্ধুর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বন্ধু ও সিএনজি অটোরিকশা চালকসহ নিহত হয়েছেন ৬ জন। নিহতদের মধ্যে তিন তরুণের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তারা ঢাকা সদরঘাট কাপড়ের মার্কেটে সেলস্ম্যান হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে। শুক্রবার মার্কেট বন্ধ, তাই তারা মাওয়া ঘাটে ঘুরতে রওনা হয়েছিলেন।
বৃহস্পতিবার রাত পৌনে একটায় মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে ডিস্ট্রিক্ট ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চাঁদপুরের ৩ যুবক ও মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার ২ জন এবং সিএনজি অটোরিকশা চালক রয়েছেন।
চাঁদপুরের নিহতরা হলেন, সদর উপজেলার ইচলী এলাকার কলমতর গাজী বাড়ির এনায়েত উল্লাহ গাজীর একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লীবিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২০) ও একই এলাকার জিহাদ (২০)। অপর বন্ধুর বাসা মুন্সীগঞ্জের বিক্রমপুরে।
চাঁদপুরে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম জানান, নিহতদের চারজন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান তাজ ফেব্রিক্সের কাছাকাছি সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় দুটি দোকানের কর্মচারী। রাত তিনটায় দুর্ঘটনার খবর পেয়েছেন তিনি। তারা রাত বারোটার সময় নয়াবাজার থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্যে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলো।
নিহত সামাদের ভাই মোঃ রুবেল বলেন, পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রাতে ৪ বন্ধু মিলে সিএনজিতে রওনা করে। মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও এক যাত্রীসহ ৪ বন্ধুই ঘটনাস্থলে মারা যায়। এর মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর একজন বিক্রমপুরের। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে।