প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০
‘বাংলার ব্যাংক’ স্লোগানে পথচলা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ‘মার্কেন্টাইল ব্যাংক’র ২৩ বছর পূর্তিতে ফরিদগঞ্জ ব্রাঞ্চে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরীর সভাপ্রধানে ব্যাংকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করে যথাযথ বিনিয়োগ করার মাধ্যমে ব্যাংক মানুষের আস্থা অর্জন করে। আমরা বেশ কিছু ব্যাংককে এ ধারার ব্যত্যয় ঘটাতে দেখেছি। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের হাত দিয়ে প্রতিষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক এর ব্যতিক্রম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গত ২২ বছর সুনামের সাথে ব্যাংকটি মানুষকে ব্যাংকিং সেবা প্রদান করে চলছে। আশা করছি ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। এছাড়া ব্যাংক থেকে প্রাপ্ত সুবিধা ও প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক সাইদ হোসেন, মোস্তফা কামাল নান্নু, ইকবাল হোসেন ও মুক্তার মিজি।
উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন গাজী, জাহিদ হোসেন, ব্যবসায়ী শাহজাহান, মোস্তফা মিজি, রফিক পাঠানসহ ব্যাংক কর্মকর্তাণ্ডকর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত গ্রাহক ও বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে ব্যাংকের সমৃদ্ধি, প্রয়াত উদ্যোক্তাদের আত্মার শান্তি কামনা ও বর্তমানে ব্যাংকের সাথে সম্পৃক্ত সকলের সফলতাসহ দেশবাসীর উন্নতি কামনা করে দোয়া করা হয়।