রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০

মতলব উত্তরে এমএইচভি কর্মীদের বেতনের দাবিতে আন্দোলন
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের (এমএইচভি) বেতন নিয়ে টালবাহানায় আন্দোলন করেছে কর্মীরা। জানা যায়, মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩২টি কমিউনিটি ক্লিনিকের জন্যে ২৫২ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) নিয়োগ দেয়া হয় ২০২০ সালের অক্টোবর মাসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের মাসিক বেতন ৩ হাজার ৬০০ টাকা দেয়ার কথা রয়েছে। ২০২১ সালে জুন মাসে অন্য উপজেলায় ৬ মাসের বেতন দিলেও মতলব উত্তর উপজেলায় দেয়া হয়েছে ৩ মাসের বেতন। বাকি ৩ মাসের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে এমএইচভি কর্মীরা। বর্তমানে তাদের বেতন বাকি আছে ১৫ মাসের। অন্য উপজেলায় ১০ মাসের বেতন দিলেও এ উপজেলায় এখনও বেতন দেয়া হয়নি। ২ জুন বৃহস্পতিবার ২৫২ জনকে ১০ মাসের বেতন দেয়ার কথা বলে ডেকে নিয়ে ২ মাসের বেতন দিতে চাইলে প্রতিবাদ করে ওই কর্মীরা। তারা দুপুরে হাসপাতালের গেইটে অবস্থান নিয়ে হট্টগোল করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আাশাদুজ্জামান জুয়েল এসে আগামী বৃহস্পতিবার বেতন দিবেন বলে আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা শান্ত হন।

ভুক্তভোগীরা জানান, জনপ্রতি ৩ হাজার ৬শ’ হলে ১০ মাসে ৩৬ হাজার টাকা আসে। আর ২৫২ জনের ১০ মাসে বেতন আসে প্রায় ৯৩ লাখ।

১০ মাস বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে এমএইচভি কর্মীরা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলন করে তারা।

সরেজমিনে গেলে ক’জন ভলান্টিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ১০ মাসের বেতন এসেছে ৩৬ হাজার টাকা। প্রতি মাসে ৩ হাজার ৬শ’ টাকা করে। ২৫২ জনের বেতন প্রায় ৯৩ লক্ষ টাকা। কিন্তু আমাদের ২ মাসের বেতন বাবদ ৭ হাজার ২শ’ টাকা করে দিতে চায়। তাই কেউ বেতন নেইনি।

তারা আরো বলেন, আগামী বৃহস্পতিবার যদি আমাদের ১০ মাসের বেতন না দেয়া হয় বা কম দেয়া হয় তাহলে মেনে নেয়া হবে না। কঠোর আন্দোলন হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ আসাদুজ্জামান জুয়েল বলেন, আগামী বৃহস্পতিবার তাদের বেতন দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়