রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০

খেলার ছলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাটে খেলার ছলে খাদের পানিতে ডুবে দুই ছেলে শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২ জুন দুপুরে দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা যায়, নিহত দুই ছেলেশিশু হলো দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই গ্রামের মুক্তার মিজির ছেলে হামজালা (৩)।

প্রত্যক্ষদর্শী দিঘলদী গ্রামের বাসিন্দা আল-আমিন বলেন, মিনহাজ ও হামজালা সমবয়সী হওয়ায় তারা প্রায়ই একসাথে খেলাধুলা করতো। দুই শিশুর মা বাড়ির কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলো। ওই সময় তারা বাড়ির উঠোনে খেলছিল। খেলার ছলে বাড়ির সকলের অগোচরে খাদের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের একপর্যায় খাদের মধ্য থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ অনিমেষ চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়েছে। এদিকে এই মৃত্যুর ঘটনায় এলাকায় ও দুই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দীন মিয়া বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ থানায় করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়