প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০
‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের ব্যবস্থাপনায় ও চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২ জুন, বৃহস্পতিবার, চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে উক্ত আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ ও সিসিডিএফের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর অসিত বরণ দাশ। এ সময় তিনি বলেন, বিতর্ক চর্চা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। জাতীয় মানের বিতার্কিক তৈরিতে সিসিডিএফের এই ভূমিকা অগ্রগণ্য। আমাদের মূল আকর্ষণ জাতীয় বিতর্ক উৎসব, যা খুব শীঘ্রই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সাধারণ সম্পাদক মুশফিকা ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ কামরুল হাসান ও সিসিডিএফের সাবেক সভাপতি ভিভিয়ান ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিএফের সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা, সিডিএমের সাধারণ সম্পাদক ফাতেমা আহমেদ তন্বী, সিসিডিএফের সাবেক সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান যুগ্ম সম্পাদক তানজীন রোবেল, তানিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদসহ অন্যান্য বিতার্কিক ও সংগঠকবৃন্দ। চাঁদপুর সরকারি কলেজের ১২টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পুরো প্রতিযোগিতাটি সংসদীয় ধারায় অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুন সোমবার গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের অংশ হিসেবে এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনটির নলেজ পার্টনার হিসেবে থাকছে চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)।