প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০
সারাদেশের ন্যায় চাঁদপুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জুন বৃহস্পতিবার প্রতিটি স্কুলে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলায় ১ হাজার ১শ’ ৫৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদ্যালয়গুলোতে এ নির্বাচনের আয়োজন করা হয়। আমরা চেষ্টা করেছি সবগুলো স্কুলে যাতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডিপিইও আরো বলেন, প্রতিটি স্কুলে গড়ে ১২ থেকে ১৪ জন শিক্ষার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে নির্বাচিত হন সাতজন। রোববার স্কুল খোলার দিন স্কুলগুলো থেকে স্টুডেন্ট নির্বাচনের ফলাফল সিট আমরা পাবো।
সরজমিনে চাঁদপুর শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকেই বিদ্যালয়গুলোতে ভোট দেয়ার জন্যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। পরে একে একে সকলেই শ্রেণিকক্ষের নির্বাচনী বুথে গিয়ে ব্যালটে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছে।
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
এ স্কুলের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহমেদ ইনাম। এছাড়া প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে ফাহান মাহমুদ, তাহসিন হোসেন ও শেখ মোঃ ইজহার আসিফ। আর পোলিং অফিসারের দায়িত্বে ছিলো রবিউল ইসলাম, কানিজ ফাতেমা ও তাসনিম তাহসিন। তারা সবাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩য় শ্রেণির সামিয়া রহমান ও তানজিম আহমেদ আলভী এবং ৪র্থ শ্রেণির সুফিয়া হোসেন রোজা নির্বাচিত হয়েছে। ৭টি পদের মধ্য ৪টি পদে নির্বাচন হয়। এতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্য থেকে ৫ম শ্রেণির মোঃ আব্দুল্লাহ খান ২৪৪, সাবরিনা ইসলাম ২৩৫, আব্দুল গাফ্ফার আপন ১২১ ও ৪র্থ শ্রেণির মোঃ আব্দুল্লাহ ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন’ পর্যবেক্ষণ করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশা, সহ-সভাপতি রাবেয়া আক্তার, অভিভাবক সদস্য মির্জা জাকির, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা। এ সময় অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক ইসমত আরা সাফি জানান, উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা। বাচ্চাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা হচ্ছে। নিজেরা নেতাণ্ডনেত্রী নির্বাচন করছে। আমি মনে করি এটা তাদের শৃংঙ্খলা, নীতি-নৈতিকতা ও শুদ্ধাচারের মধ্যে পড়ে।
পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজারস্থ ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, অন্যান্য স্কুলের মতো এ স্কুলেও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৩য় তলায় ভোটকেন্দ্রে গিয়ে স্টুডেন্ট ভোটাররা তাদের নেতা নির্বাচিত করার জন্যে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। এই স্কুলের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে সাহেলা মেহজাবীন। বেলা ১১টায় বিদ্যালয়ের ‘স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’ পর্যবেক্ষণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গোস্বামী জানান, উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা।